প্রজাপতি মেলার কিছু ছবি (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন মামুন ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৩:১৫:২০ দুপুর
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৫ ডিসেম্বর সম্পন্ন হওয়া প্রজাপতি মেলার কিছু ছবি পোষ্ট করলাম।
[অনুষ্ঠানের স্বাগত ভাষণ দিচ্ছেন প্রফেসর মনোয়ার হোসেন তুহিন]
[ মাননীয়া ভিসি মহোদয়া তার বক্তব্য দিচ্ছেন ]
[ প্রানীবিদ্যা বিভাগ আয়োজিত 'প্রজাপতি মেলা ২০১৪' এর সম্মানিত আহ্বাবায়ক, প্রধান অতিথি এবং অন্য অতিথিরা জহির রায়হান মিলনায়তনের অস্থায়ী মঞ্চে উপবিষ্ট ]
[জহির রায়হান মিলনায়তনে প্রজাপতির ছবি তোলা প্রতিযোগিতার ডিস্প্লেকৃত ছবি দেখছেন মাননীয়া ভিসি ডক্টর ফারজানা ইসলাম ]
[প্রজাপতি হাট]
[যমুনা টিভির কাছে ইন্টারভিউ দিচ্ছেন মাননীয়া ভিসি ডক্টর ফারজানা ইসলাম ]
[ ক-গ্রুপে প্রজাপতির ছবি আঁকছে লাবিবা ]
আরো কিছু ছবিঃ নীচের লিংকে অনেকগুলো ছবি রয়েছে।
https://www.facebook.com/almamunk3/media_set?set=a.571218756342222.1073741923.100003623090515&type=3
বিষয়: বিবিধ
২২২৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথে থাকার জন্য রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
শুভকামনা নিরন্তর.।
এই মেলার উদ্দেশ্য হল, প্রজাপতিসহ যে সকল প্রজাতি এই ফুলের পরাগায়নে সহায়তা করে, তাদেরকে নির্বিঘ্নে বংশবিস্তার করতে দেবার জন্য ওদের জন্য নিরাপদ এলাকার দরকার, অহেতুক তাদেরকে কেউ যাতে না মেরে ফেলে, সেই সচেতনতা বাড়ানোর জন্যও এই মেলার আয়োজন করা হয়। আমাদের দেশে বনায়নের জঞ্জ্য পরাগায়ন অত্যন্ত জরুরী। আর জাবিতে এবারে ৩০০ একর যায়গা নিয়ে একটি 'প্রজাপতি পার্ক' করা হয়েছে। জাবির প্রানীবিদ্যা বিভাগের সার্বিক তত্তাবধানে নতুন প্রায় ২১ জাতের প্রজাপতি 'ক্রস-ব্রিড' করে জন্ম দেয়া হয়েছে। মোটকথা আপনি যত সাধারনভাবে এই মেলাটিকে হয়ত দেখেছেন, সেটা তা নয়। প্রফেসর মনোয়ার হোসেনের দক্ষ নেতৃত্বে নতুন নতুন প্রজাপতির বংশবিস্তার এবং তাদের জন্য নিরাপদ বাসস্থানের জন্য জনগনকে সচেতন করার এক আবেদন সর্বস্তরে ছড়িয়ে দেয়া হচ্ছে।
আর মেলায় প্রজাপতি উড়ে বেড়ায় না, ওগুলো নেটের ভিতরে থাকে। পরবর্তীতে এই প্রজাপতি ছবিসহ আপনার মনের খোরাক মেটানোর লক্ষ্যে একটি পোষ্ট দেবার ইচ্ছে রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
সাথে থেকে ভালো লাগা রেখে গেলে, অনেক অনেক ধন্যবাদ।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়া আল্লাহপাক কবুল করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
শুভ সকাল।
আপনার দোয়ায় আমীন।
বারাকাল্লাহু খাইর।
গত দু'দিন মাঝে মাঝে উঁকি দিয়েছি শুধু নেটে! আজ দীর্ঘক্ষণ ধরে আছি!
অনেক অনেক ভাল লাগল আপনার উপস্হিতি দেখে!
ভাল থাকার দোয়া রইল!!!
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার এবং নজরুল ইসলাম টিপু ভাই সহ অন্য ব্লগারদের জন্য একটি লিংক দিলাম, এখানে রং বে রঙের প্রজাপতির ছবি আছে। প্রজাপতি মেলা ২০১৩ ইং এর আমার একটি ফেবু পোষ্ট ছিল এটি।
লিংকঃ
https://www.facebook.com/almamunk3/media_set?set=a.404368559693910.100003623090515&type=3
মন্তব্য করতে লগইন করুন